মুরাদনগরে বিশ্বকর্মার আরাধনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুরাদনগরে বিশ্বকর্মার আরাধনা

কুমিল্লার মুরাদনগরে স্থাপত্য দেবতা বিশ্বকর্মা দেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরসহ সকল সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আরাধনা করা হয় দেবশিল্পীর।

ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে স্থাপত্য ও নির্মাণের দেবতা খ্যাত বিশ্বকর্মা পূজা কামার,স্বর্নকার,দারুশিল্পী ও মৃৎশিল্পীসহ বিভিন্ন ব্যবসায়ীরা করে থাকে। 

এদিন তাদের ব্যবহার্য সরঞ্জাম দেবশিল্পীর চরণে অর্পন করেন আশীর্বাদ লাভের আশায়। এক হাতে দাঁড়িপাল্লা ও অপর হাতে ধারন করেন হাতুড়ি। হাতুড়ি হলো শিল্পের প্রতীক এবং দাঁড়িপাল্লা দিয়ে জ্ঞান ও কর্ম উভয়ের সমতা বজায় রেখেছেন বলে বিশ্বাস সনাতনী ভক্তদের।

পূজার সমাপ্তিতে উপবাসরত ভক্তরা বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পন করে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেন।

জেবি/ আরএইচ/