সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা

সাদ্দাম হোসেন মুন্না, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমানের বাসভবনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী শাহানারা ইয়াসমিন, বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য চৈতালী চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিরাজ বিল্লাহ। 

প্রধান বক্তা ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি শিব্বির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী জহিরুল হক।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে দলে অনেক হাইব্রিড নেতার আবির্ভাব ঘটেছে। তাই প্রতিটি কমিটি গঠনের পূর্বে নেতাকর্মীদের সিএস আরএস দেখে কমিটি গঠন করতে হবে। সিদ্ধিরগঞ্জে মোট দশটি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ত্যাগীদের সমন্বয়ে কমিটি করতে হবে। যাদের পরিবার আওয়ামী লীগ করে তাদেরকে নিয়েই কমিটি গঠন করার পরামর্শ দেন নেতৃবৃন্দ। 

তারা আরও বলেন, কোনভাবেই যেন জামাত বিএনপির কেউ দলে বা কমিটিতে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

জেবি/ আরএইচ/