এপিবিএন সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গারা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য শহিদুলকে কুপিয়েছে ৩/৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম ঠিকানা জানা সম্ভব হয়নি বলে জানা গেছে।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বালুখালীর নৌকার মাঠ এলাকার ক্যাম্প-৭ এর ব্লক -ডি ৫ এর রাস্তার ওপর এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, কনস্টেবল শহিদুল ক্যাম্প ৭ এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয়। এ সময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ায় রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি/ আরএইচ/