ময়মনসিংহ নগরীতে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শম্ভুগঞ্জ এলাকার যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। এ সময় ছোটবড় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, ময়মনসিংহ, জেলা পুলিশ ময়মনসিংহ, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের যৌথ উদ্যোগে পরিচালিত হয় এ উচ্ছেদ অভিযান।
জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পুণরায় যেন বেদখল না হয় সেটি নিশ্চিত করতে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিটি মোড়ে মোড়ে অটো কিংবা রিক্সা বা গাড়ি যেন দীর্ঘক্ষণ যাবৎ দাড়িয়ে থাকতে না পারে সেটি পুলিশ বিভাগকে নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জেবি/ আরএইচ/