সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে তাবিথ আউয়াল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে তাবিথ আউয়াল

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। 

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতাকর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপির তরুণ নেতা তাবিথ আউয়াল।

এদিন সন্ধ্যায় সাতটার দিকে স্থানীয় শেরাটনের সামনে বিএনপির মৌন অবস্থান কর্মসূচি শুরু হয়। একই সময় কাকলী মোড়ের কাছে অবস্থান নেয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মৌন কর্মসূচি চলাকালীন সময়ে বিএনপির কর্মসূচির পাশ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে যায়। কর্মসূচির শেষের দিকে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এসময় একদল তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়।

এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠান শেষে কে বা কারা এসে হামলা চালায়। এতে করে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে, তারা এ বিষয়টি দেখছে।

জেবি/ আরএইচ/