ফের জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিক্ষুব্ধ জনতা দলটির কার্যালয়ে হামলা চালায়। এসময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে শাহবাগে সংহতি সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কার্যালয়ের দিকে যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালান।
এর আগে গত শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায়ও একই কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। সেদিনও গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। একপর্যায়ে কার্যালয়ের নিচতলার একটি স্টোররুম ভেঙে অগ্নিসংযোগ করা হয়।
শুক্রবারের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। এতে বিক্ষোভকারীরা পিছু হটে গেলে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।
আরএক্স/