ভিপি নুরের জন্য দোয়া ও বিদেশে চিকিৎসার দাবি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেছেন।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর নিকট দোয়া ও মোনাজাত করেন তিনি।
আরও পড়ুন: ফের জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আশা করি দ্রুত তা বাস্তবায়ন করবেন।
তিনি বলেন, ২৯ আগস্টের হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতি দ্রুততম সময়ে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট প্রদান করার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: নুরের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য
জামায়াতের এই নেতা জোর দিয়ে আরও বলেন, চিকিৎসা ও বিচারের ক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব কাম্য নয়। আমরা প্রত্যাশা করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ে বাস্তবায়ন করবেন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের হামলায় গুরুতর আহত হন নুর।
এমএল/