নুরের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৪ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫


নুরের শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য
সাবেক ভিপি নুরুল হক নুর

রাজধানীতে সম্প্রতি সংঘর্ষের সময় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা খারাপ হয়েছে।


শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের ফেসবুক পেজের এক এডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 


পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় ডাক্তাররা বর্তমানে তাকে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের বড় ভিড়ের কারণে এই পরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না।


আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি ফেরত এলো


স্টে আরও অনুরোধ করা হয়েছে, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় না করে, তাদের অবস্থান থেকে আল্লাহর কাছে নুরের সুস্থতার জন্য প্রার্থনা করুন।


এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।


আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করলে, নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যান।


পরবর্তীতে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১ সেপ্টেম্বর দুপুরে নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।


এসএ/