মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক মো. কয়ছর এম আহমেদের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার মিছিলটি এম সাইফুর রহমান সড়ক থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী পয়েন্ট হয়ে শমশেরনগর সড়কে গিয়ে জনসভার মাধ্যমে শেষ হয়।

এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলালের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (ভিপি মিজান)।

বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. মুশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মো. আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মতিন বক্স, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মো. মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও যুবদল নেতা মো. সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।

জেবি/ আরএইচ/