ন্যূনতম অনৈতিক কর্মকাণ্ডে যুক্তরা হল ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবে না


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ন্যূনতম অনৈতিক কর্মকাণ্ডে যুক্তরা হল ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবে না

আগামী ৩০ জানুয়ারি ঢাবি ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন। যাদের বিরুদ্ধে ন্যূনতম অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ মিলবে তারা নেতৃত্বে আসতে পারবে না। পদপ্রত্যাশীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে পারবে ও গবেষণা ক্ষেত্রে ভূমিকা রাখবে রাজনৈতিক ক্যারিয়ারের চেয়ে একাডেমিক ক্যারিয়ারে গুরুত্ব বেশি দেবে আমরা তাদেরকে নেতৃত্ব দিতে চাই।  

শনিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে হল সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রনক জাহান রাইনের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হল সম্মেলন প্রস্তুতি কমিটি সদস্য নাহিদ হাসান শাহিন ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হল সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বরিকুল ইসলাম বাঁধন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে টিএসসি প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, পদপ্রত্যাশী নেতাকর্মী, অন্য ছাত্র সংগঠনের আমন্ত্রিত অতিথি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকতে পারবেন। ’ 

তাতে আরো জানানো হয়,  সম্মেলনে প্রবেশের ক্ষেত্রে দুই ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। এছাড়াও প্রতিটি আবাসিক হলে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এছাড়াও ইতোমধ্যে হল সম্মেলন উপলক্ষে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়েছে। ’

সম্মেলনে নেতা নির্বাচনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘যাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে, মামলা আছে যারা কোনো ধরনের অনৈতিক কার্যক্রমে যুক্ত, সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা হল নেতৃত্বে আসতে পারবে না। সৎ, মেধাবী ও দেশের প্রশ্নে আপোষহীন, দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের চ্যালঞ্জ মোকাবেলায় যারা প্রস্তুত তারাই নেতৃত্বে আসবেন।’

নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ইতোমধ্যে আমরা ১৮ হলে কর্মী সমাবেশ করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পদপ্রত্যাশীদের সাংগঠনিক অবস্থান নিয়ে আমরা জরিপ করেছি। পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগেই সংগ্রহ করা হয়েছে। অনেকবার যাচাই বাছাই করা হয়েছে। ’ 

তিনি আরো বলেন, ‘হল সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক ফোরামে নেতৃত্ব নির্বাচনের  বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। হলগুলোতে আমরা দক্ষ ছাত্রনেতা চাই। এমন নেতৃত্ব চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে পারবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। যারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখতে ভূমিকা রাখবে। রাজনৈতিক ক্যারিয়ারের চেয়ে একাডেমিক ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিয়ে আগামীর রাজনীতি বিনির্মাণ করতে পারবে- আমরা তাদেরকে হল নেতৃত্বে নিয়ে আসতে চাই।  
এসএ/