গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা পরিকল্পিত: বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই অভিযোগ তোলা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন : মুজিববাদী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে প্রকাশিত এক বিবৃতিতে বিএনপি জানায়, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় সরকারের ভূমিকা ছিল ন্যূনতম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং সরকার দলীয় কর্মীদের সরাসরি অংশগ্রহণ গণতন্ত্রের ওপর এক চরম আঘাত বলেই মনে করছে দলটি।
সভায় বিএনপি নেতারা বলেন, ‘দেশে ক্রমবর্ধমান মাদক, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে গণতন্ত্র আবারও বিপন্ন হবে।’ দলটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানায়।
বিবৃতিতে সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কিছু রাজনৈতিক দলের “অশোভন ভাষা ও অবমাননাকর মন্তব্য”-এর তীব্র নিন্দা জানানো হয়। নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে অশালীন স্লোগান ও মন্তব্য গোটা জাতিকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে।
বিএনপি আরও অভিযোগ করে, এ ধরনের অরাজনৈতিক ও উত্তেজনাকর আচরণ রাজনৈতিক পরিবেশকে কলুষিত করবে এবং জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করবে। সব রাজনৈতিক দলকে পারস্পরিক সম্মান ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন : গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ
স্থায়ী কমিটির এই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এসডি/