মুজিববাদী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


মুজিববাদী সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফাইল ছবি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জসহ সারা বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করার ব্যাপারে তাদের অঙ্গীকার অবিচল রয়েছে।


বৃহস্পতিবার (১৭ জুলাই) ফেসবুক পোস্টে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঘটনায় গুরুত্বপুর্ণ বক্তব্য দিয়েছেন।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে গোপালগঞ্জের মানুষ নিরাপদ ছিল না, মুক্তিযুদ্ধের মূল্যবোধের অবমূল্যায়ন করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা চালানো হয়েছে, যা পুরোপুরি নিন্দনীয়।”


তিনি প্রশাসনের দুর্নীতি এবং ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপে গভীর উদ্বেগ প্রকাশ করেন। নাহিদ ইসলাম দাবি করেন, ৫ আগস্টের পরও দোষীদের গ্রেফতার এবং আইনি ব্যবস্থাপনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।


তিনি বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পথসভা শেষ করেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়, যার ফলে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নাহিদ ইসলাম বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান এবং প্রশাসনের উদাসীনতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন।


নাহিদ ইসলাম গোপালগঞ্জে পুনরায় কর্মসূচি করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “মুজিববাদীদের গোপালগঞ্জের মাটিতে স্থান দেওয়া হবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে আমরা এই সংগ্রাম অব্যাহত রাখব।”


তিনি গতকালের হামলার প্রতিবাদে রাস্তায় নামা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফরিদপুরে পদযাত্রায় অংশগ্রহণের কথা জানান।