বেড়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শরতের আগমনের মধ্যে দিয়ে শুরু হয় সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বেড়া উপজেলায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা।
রং-তুলির আঁচড়ে মনের মাধুরী দিয়ে গড়ে তুলছেন দেবী দুর্গাকে। সাজ-সজ্জায় বৈচিত্র আনতে মন্ডপে মন্ডপে চলছে প্রতিযোগিতা। শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। স্থানীয় ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে প্রতিমা তৈরি ও রংতুলির কাজ করছে।
প্রতিমা শিল্পী ষষ্ঠীপাল, ধনুপাল, শশাঙ্কপাল বলেন, ইতিমধ্যে প্রতিমার মাটির কাজ শেষ। এখন গায়ে রংতুলির আঁচড়ে প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছি। আশা করছি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে প্রতিমা তৈরির কাজ।
বেড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিৎ কুমার কর্মকার জানান, এ বছর বেড়া উপজেলায় ৬২ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা আনন্দঘন ও জাঁক জমকপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্ততি গ্রহন করেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অন্যান্য বছরের চাইতে এ বছরে দুর্গাপূজায় আইন শংঙ্খলার যেন কোন রুপ অবনতি না হয় সে বিষয়ে সর্তক থেকে প্রয়োজনীয় প্রস্ততি নেয়া হয়েছে। সনাতনধর্মালম্বীরা যাতে নিবিঘ্নে দুর্গাপূজার আনন্দ উৎসব পালন করতে পারে তার জন্য প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনছার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে।
জেবি/ আরএইচ/