‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না, তবে খাদ্য উৎপাদন বেড়েছে। আগে মানুষ এক বা দুদিন খেতে পারত না। এখন দিনে অন্তত দুই মিল খেতে পারে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণিবীমা সম্প্রসারণে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা আমাদের অবস্থান ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও ২০ ভাগ মানুষ বা তারও বেশি দারিদ্র্যসীমার নীচে বাস করে। বাংলাদেশে জনসংখ্যার হিসেবে এটি প্রায় ৩ কোটি। আগে মাথাপিছু জমি ছিল ২৮ ডেসিমেল এখন সেটি কমে ১০ ডেসিমেল হয়েছে।
‘আমরা যদি টেকসই উন্নয়ন করতে চাই, অর্থনীতির কোন কোন খাতে আমাদের গুরুত্ব দিতে হবে সেটি নির্ধারণ করতে হবে। প্রাণিসম্পদের অবদান জিডিপিতে ২ শতাংশ হলেও এর গুরুত্ব অনেক বেশি।
কৃষিমন্ত্রী বলেন, আজকে আপনারা ইন্সুরেন্স এর কথা বলছেন। একটা গাভীর দাম এখন ৮-১০ লাখ টাকা। এছাড়া একটা গাভী কতটা ভালনারেবল সেটা বিবেচনায় নিলে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। ইন্সুরেন্স কতটা ক্লায়েন্টবান্ধব সেটিও আমাদের বিবেচনা করতে হবে।
জেবি/ আরএইচ/