‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে এককাপ চা-ও দেওয়া হয়নি’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে এককাপ চা-ও দেওয়া হয়নি’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো দেশের রাষ্ট্রদূত এলে সাধারণত আপ্যায়নের একটি রেওয়াজ রয়েছে। তবে আজ মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলে তাকে এককাপ চা পর্যন্ত দেওয়া হয়নি। এর মাধ্যমে সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে কতটা ক্ষুব্ধ তা প্রকাশ পেল।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে হতাহতের ঘটনায় রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কূটনীতিককে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়ার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দফতরে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে প্রায় আধঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসেবে তাকে এককাপ চা-ও দেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আপ্যায়ন না করার মানে হচ্ছে—বাংলাদেশ এ বিষয়ে চরম অখুশি।

জেবি/ আরএইচ/