মন্ত্রনালয় থেকে দৌড়ে পালালো মিয়ানমারের রাষ্ট্রদূত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মন্ত্রনালয় থেকে দৌড়ে পালালো মিয়ানমারের রাষ্ট্রদূত

বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মতো তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে নিজ গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত উং অং কিয়াউ। 

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটে।

আজ বেলা ১১টা ২০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কেসহ দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব উইংয়ের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা মহাপরিচালক নামজুল হুদা রাষ্ট্রদূতকে তলব করেন। দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এ সময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি দৌড়ে গাড়িতে ওঠেন।

সূত্র জানায়, রাষ্ট্রদূতকে তলব করে মর্টার শেলের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না বলে জানানো হয়। 

জেবি/ আরএইচ/