মাথাচাড়া দিতে পারে জাঙ্গিবাদ: ডিএমপি কমিশনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাথাচাড়া দিতে পারে জাঙ্গিবাদ: ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগকে কাজে লাগিয়ে জাঙ্গিবাদ মাথা চারা দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম । এজন্য সন্ত্রাসবাদ ও উগ্রবাদ নিয়ে কাজ করা পুলিশের বিশেষায়িত বাহিনী এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটকে (সিটিটিসি) সতর্ক দৃষ্টি রাখতে অনুরোধ জানান শফিকুল ইসলাম।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে এটিইউর পঞ্চম প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতি পাঁচ বছর পরপর, বিশেষ করে নির্বাচনের আগে, রাজনৈতিক প্রেক্ষাপট উত্তপ্ত হয়ে উঠে। এ সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকে। বিভিন্ন দলের সভা-পাল্টা সভা ও সমাবেশ হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গিরা মাথা চাড়া দিয়ে উঠে। বর্তমানে এমন আলামত দেখা যাচ্ছে।

শফিকুল ইসলাম বলেন, আমি এটিইউর প্রতিষ্ঠাকালীন চিফ ছিলাম। এজন্য এই সংস্থার প্রতি আমার আবেগ জড়িয়ে রয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের প্রেক্ষাপটে দেখা গেছে, আমাদের দেশের কোনও কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দেয় না, আমাদের দেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক কারণে মাথাচাড়া দেয়। প্রথমে আফগান যুদ্ধ, তারপর ইরাক যুদ্ধ, এরপর আইএস সৃষ্টি হলে দেশেও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা সবকিছু মোকাবিলা করেছি, দমন করেছি।

তিনি বলেন, জঙ্গিবাদ ক্ষোভ ও বঞ্চনা থেকে সৃষ্টি হয়। যত দ্রুত এই ক্ষোভ প্রশমিত করা যাবে, তত তাড়াতাড়ি দমন হবে। আমরা ছোটবেলা মসজিদে যাবার সময় থেকে শুনে আসছি—ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের খুন করা হচ্ছে, এই বঞ্চনা থেকেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। 

জেবি/ আরএইচ/