‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র যুবলীগের নেতা-কর্মীরা রাজপথেই প্রতিরোধ করবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মুক্তার হোসেন প্রিন্স, ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে নিতে চান। বিএনপি-জামায়াত চক্র যেখানেই নৈরাজ্য সৃষ্টি করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াত কোনো আঘাত হানার চেষ্টা করলে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মী রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে।
পরশ যুবলগের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দশ্যে বলেন, আপনারা ঐক্যবদ্ধ-ধৈর্যশীল থাকবেন। বিএনপি-জামায়াতের কৌশল আমাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা, ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে, আপনারা ওদের ফাঁদে পা দিবেন না। কিন্তু রাজপথে আমরা ছেড়ে দিবো না।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। করোনা মহামারিও সফলতার সাথে মোকাবিলা করেছেন। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে ঠিক তখন জামায়াত-বিএনপি উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। যুবলীগের নেতা-কর্মীরা সারাদেশে স্বোচ্চার, যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রতিহত করতে রাজপথে দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আয়োজনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
আন্দোলনের নামে যেখানেই অরাজকতা হবে, সেখানেই প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে যুবলীগ। যুবলীগের নেতারা বলেছেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পেট্রলবোমা দিয়ে হাজার হাজার মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। তারা দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। তারা আবারও আন্দোলনের নামে মানুষকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
চলতি মাসের শুরু থেকেই যুবলীগ সারাদেশে এই কর্মসূচি পালন করে আসছে। যুবলীগের কর্মসূচির শিরোনাম হচ্ছে ‘দেশবিরোধী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তাণ্ডবের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। তরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষীণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষীণ যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় বাসাবো বালুর মাঠে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে ৪নং ওয়ার্ড যুবলীগের নেতা নূরে আলম জীবনের উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের নজর কাড়ে। কর্মীদের নিয়ে নূরে আলম জীবনের স্ক্র্যাচে ভর করে প্রতিবাদ সমাবেস ও বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিল ব্যতিক্রম। উল্লেখ্য নূরে আলম জীবন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত কয়েক মাস ধরে চিকিৎসারত।
সমাবেশ শেষে যুবলীগের কেন্দ্রীয় নেতা ও যুবলীগ মহানগর দক্ষিণের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। দীর্ঘ এই প্রতিবাদ মিছিলে মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেই।
সঞ্চালক এইচ এম রেজাউল করিম রেজা উক্ত কর্মসূচি সফল করায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞপন করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ হাবিবুর রহমান পবন, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী এমপি, মোঃ মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সাইফুর রহমান সোহাগ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজেল রাব্বী স্মরণ, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, মোঃ আব্দুর রজমান জীবন, ব্যারিস্টার আরাফাত হোসেন খান, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, আহতাসামুল হাসান ভূইয়া রুমি, মোঃ মনিরুল ইসলাম আকাশ, অ্যাড. মোঃ জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান, কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া, আবুল কালাম আজাদ, মোঃ শহিদুল ইসলাম লাকি, মোঃ মুজিবুর রহমান, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ হোসেন, মোঃ আরিফুল ইসলাম উজ্জলসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
জেবি/ আরএইচ/