ওয়াসার চার কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২২
উচ্চতর সিলেকশন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে চারজনকে রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়েছে ঢাকা ওয়াসা।
ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর ইতোমধ্যে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের পদোন্নতি দিয়েছেন।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকৌশলী শারমিন হক আমীর জানিয়েছেন, তাদের চাকরি ওয়াসা আইন ১৯৯৬ এবং ঢাকা ওয়াসার চাকরি প্রবিধানমালা ২০১০ অনুযায়ী পরিচালিত হবে। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান পোস্টিং অপরিবর্তিত থাকবে।
জানা গেছে, রাজস্ব কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়া ৪ জন হলেন, রাজস্ব জোন ১ এর রাজস্ব কর্মকর্তা এ এইচ এম নূরে জালাল, নারায়ণগঞ্জ রাজস্ব জোনের রাজস্ব কর্মকর্তা আবু জাফর মশিউর রহমান, রাজস্ব জোন ৪ এর রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান এবং রাজস্ব জোন ৯ এর রাজস্ব কর্মকর্তা এনায়েত করিম।
জেবি/ আরএইচ/