ডিমলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৩ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২২


ডিমলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ র‌্যালী
বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন' উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮-সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের জমকালো আয়োজনে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বেরিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার (এমপি)।

আলোচনা সভায় সাংসদ আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টুর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, মহিলা আওয়ামী, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মৎস্য লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী অংশ গ্রহণ করেন।

জেবি/ আরএইচ/