নৌকাডুবি: শোকাহত পরিবারের পাশে জামায়াতের আমির
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২২
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের পারিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় ডা. শফিকুর রহমান নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎসহ নগদ ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, পঞ্চগড়-১আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, পঞ্চগড- ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আইনজীবী আজিজুল ইসলাম ও বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, পঞ্চগড় জেলা জামায়াতের অফিস বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, বোদা উপজেলা জামায়াতের আমীর আব্দুল বাসেদ, দেবীগঞ্জ উপজেলা জামায়তের আমীর আবুল বাশার বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/