‘পূজায় হামলার শঙ্কা করছে পুলিশ’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৩ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২২


‘পূজায় হামলার শঙ্কা করছে পুলিশ’
যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, পূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজার প্রস্তুতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। জঙ্গি ট্রেনিং নিতে গত একমাস থেকে ৫০ জন যুবক বাসা ত্যাগ করেছে বলেও জানান তিনি। 

ডিএমপি কমিশনার বলেন,  গত একমাস থেকে ৫০ জন যুবক বাসা ত্যাগ করেছে। তারা কোথায় ট্রেইনিং নিচ্ছে সেটা জানা নেই, তবে খোঁজার জন্য গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। কোনো হামলা চালানোর আগেই তাদেরকে ধরতে পারবো আশা করছি।

পূজা মন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনার চেষ্টা চলছে, যেসব স্থানে  সিসি ক্যামেরা নেই সেসব স্থানে ২৪ ঘণ্টাই নজরদারিতে রাখা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জেবি/ আরএইচ/