উলিপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২২


উলিপুরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
সভায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের

কুড়িগ্রামের উলিপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতা চালাচ্ছে। মন্দির গুলোর আশেপাশে বসবাসরত নানা ধর্ম ও বর্ণের মানুষ জনও ধর্মীয় সম্প্রীতির বন্ধন রক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের নানা বয়সী বিপুল সংক্ষক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদেয়। উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। 

বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সহকারি কমিশনার (ভূমি) উলিপুর কাজী মাহমুদুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুর বকত মিয়া, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, এডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

জেবি/ আরএইচ/