ফুলবাড়ীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২২


ফুলবাড়ীতে বিশ্ব প্রবীণ দিবস পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দিনাজপুরের ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। 

সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। শোভযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি প্রবীণ শিক্ষক দছিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত পুষ্টিবিদ আজিজুল হক সরকারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন দাস, মো. মোজাফফর রহমান, মো. আবু হানিফ সরকার, মো. আব্দুল মজিদ মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ।

শেষে সংগঠনের প্রয়াত প্রবীণ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফুলবাড়ী প্রবীণ কল্যাণ সংঘের প্রবীণ সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/