নাগেশ্বরীতে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ এএম, ২রা অক্টোবর ২০২২


নাগেশ্বরীতে ডাক্তারের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিউ উত্তরন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতি মারা গেছেন। এ ঘটনায়টি ঘটেছে নাগেশ্বরী উত্তরন ক্লিনিকে। এলাকাবাসীর অভিযোগ  নাগেশ্বরী উত্তরন ক্লিনিকে সেবার নামে কসাইখানা খুলে বসেছে।

জানা যায়, কুড়িগ্রামে নাগেশ্বরীতে গত বৃহস্পতিবার দুপুরে প্রসব ব্যথা নিয়ে ক্লিনিকে আসেন বেরুবাড়ী ইউনিয়নের মোবাল্লেগপাড়ার আশরাফুল আলমের স্ত্রী আফরোজা খাতুন (২২)। বিকেল ৩টার দিকে তাকে নেয়া হয় অপারেশন টেবিলে। এ সময় রোগীর এ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. হাফিজুর রহমান। সিজারিয়ান অপারেশন করেন ডা.  কবিতা ইসলাম। একটি মেয়ে  সন্তান জন্ম দেন আফরোজা খাতুন। এরপর সন্তানসহ প্রসূতিকে নেয়া হয় সাধারণ বেডে। কিছুক্ষণ পরে সদ্য ভূমিষ্ট সন্তানকে মাতৃহারা করে ক্লিনিকের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরে এ ঘটনায় প্রায় গভীর রাত পর্যন্ত ক্লিনিকের ভেতরে-বাইরে হট্টগোল ও উত্তেজনা চলে। খবর  পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পরিবার অসহায় হওয়ায় রোগীর স্বজনদের ম্যানেজ করে নেয় ক্লিনিক মালিক। এরপর রোগীর স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃতের স্বামী আশরাফুল জানান, আমি শোকাহত এখন কিছু বলতে পারবো না। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে আমি এ বিষয়ে কোন অভিযোগ করিনি। তবে আমার সন্তান জন্মেই মা হারা হয়ে গেল। আল্লাহ যেন আমাকে এ কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। 

বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বিষয়টি দুঃখজনক। আমি ঘটনা শুনেই ক্লিনিকে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেছি। সান্তনা দেয়ার চেষ্টা করেছি।

জেবি/ আরএইচ/