এবার বন্ড অনুমোদন পেল ঢাকা ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২২


এবার বন্ড অনুমোদন পেল ঢাকা ব্যাংক
ঢাকা ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংককে ২০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিএসইসির চার কমিশনার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক তাদের অতিরিক্ত টায়ার-১, ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। প্রাইভন্ট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি ও ৫ হাজার টাকা। বন্ডের ট্রাস্ট্রি আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে।

এছাড়াও ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

জেবি/ আরএইচ/