সদরপুরে অভিযানের প্রথম দিনেই ১১৪কেজি ইলিশ আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২২


সদরপুরে অভিযানের প্রথম দিনেই ১১৪কেজি ইলিশ আটক
অভিযানে অসাধু জেলেদের নিকট থেকে আটককৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আকতার।

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন বাজারে হাট বাজারে ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনই ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১৪কেজি ইলিশ মাছ আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম তানিয়া আকতার।


আজ শুক্রবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।অভিযানকালে সাথে ছিলেন সদরপুর উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান।


স্থানীয় মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১১৪কেজি ইলিশ মাছ আটক করা হয়।


অভিযান শেষে আটককৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেবিতরণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আকতার করা হয়।


মংস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(চ) ধারা লঙ্ঘনের দায়ে ৫এর ১ধারায় নিষিদ্ধ সময়ে মাছ বেচাকেনার দায়ে এক ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। বিভিন্ন হাট বাজারে অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সচেতনতা করে বলেন, প্রজণনক্ষম কালে ক্রয়-বিক্রয়,পন্য পরিবহনসহ অন্যান্য বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।

এ জে/ এস এ