মামলার বাদীকে হুমকি, চেয়ারম্যান লাঞ্ছিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৬ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২২
ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া জমিদারবাড়ীতে পুজা মন্ডপে এক ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করে পরনের পাঞ্জাবী ছিঁড়ে ফেলেছেন এক নারী। ধর্ষণ মামলার বাদী ও ভিকটিমের দিকে কু-দৃষ্টি নিক্ষেপ, নানাভাবে উত্যক্ত এবং মামলা তুলে নিতে হুমকি দেয়ার প্রতিবাদে ওই ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করে এভাবেই প্রতিবাদ জানান ওই নারী।
গত বুধবার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া জমিদারবাড়ী এলাকায় ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিয়ের প্রলোভনে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের পরাজিত নারী সদস্য প্রার্থী নাজমিনা আক্তার রূপাকে বিয়ের প্রলোভনে একাধিকবার গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদে ধর্ষণ করে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। একপর্যায়ে তার কাছ থেকে কয়েক লাখ টাকাও ধার নেয় ওই ইউপি চেয়ারম্যান।
এরপরও সে ওই নারীকে বিয়ে না করে নানা টালবাহানা করে সময় ক্ষেপণ করতে থাকলে ওই নারী ঢাকা নারী নির্যাতন ট্রাইব্যুনালে ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি চলমান।
ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।
ভুক্তভোগী ওই নারী বলেন, ওই চেয়ারম্যান আমার জীবন শেষ করে ফেলেছে। এরপরও জনসমক্ষে পূজামন্ডপে এসে আমার দিকে বার বার কু-দৃষ্টি নিক্ষেপ নানাভাবে উত্যক্ত করে। তাই আমি মনের ক্ষোভে এভাবে জুতাপেটা করে প্রতিবাদ জানিয়েছি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জব্বার আলী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পূজামন্ডপে এসে ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসি।
জেবি/ আরএইচ/