কক্সবাজারের কটেজ জোন উচ্ছেদ শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৮ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) । বুধবার (১২ অক্টোবর) দুপুর থেকে এ অভিযান শুরু করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে গর্ণপূর্ত বিভাগের ৫ একর জমি জুড়ে শতাধিক কটেজ স্থাপন করা হয়েছে। এসব কটেজ পুরোটাই অবৈধ। দীর্ঘদিন ধরে আইনী প্রক্রিয়ার বেড়াজালে এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে ২ একর জমি আদালতের রায় মতে সৈকত বহুমূখী সমবায় সমিতির। কিছু জমি সরকারকে টাকা প্রদান করে এখনো রেজিষ্ট্রি করা হয়নি। অপর ৩ একর এখন পুরোটাই গণর্পূত বিভাগের।
তিনি জানান, বর্তমানে এই কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় ১২টির মতো স্থাপনা নির্মাণ চলছে। এসব স্থাপনার একটিও কউকের অনুমতি নেই। প্রথম পর্যায়ে এ ১২ টি স্থাপনা উচ্ছেদ করা হবে। পর্যাক্রমে পুরো এলাকা দখল মুক্ত করা হবে বলে জানান তিনি।
গত ৯ অক্টোবার এ জোনে নির্মাণাধিন কক্স ওশান কটেজ নামের একটি ভবনে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এব্যাপারে এ পর্যন্ত কোন মামলা না হলেও ওই ভবনটি ভাঙ্গার মধ্য দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, ২ শ্রমিক মৃত্যুর ঘটনায় স্বজনরা কোন এজাহার দেননি। ফলে অপমৃত্যু মামলা হয়েছে।
আরএক্স/