শেরপুরে বিশ্ব ডিম দিবসে র‍্যালি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


শেরপুরে বিশ্ব ডিম দিবসে র‍্যালি
বিশ্ব ডিম দিবসে র‍্যালি

প্রতিদিন একটি ডিম' পুষ্টিময় সারাদিন এই স্লোগানে শেরপুরে ২৫ তম বিশ্ব ডিম দিবস উদযাপিত হয়েছে। 


শুক্রবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নকলা উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ট্রেনিং অফিসার ডা. রেজওয়ানুল হক ভূইয়া, শেরপুর প্রেসক্লাব'র সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলার প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত।


অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ডা. আব্দুল আহাদ, জেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ফারজানা, ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. সাদিয়া আফরীন, শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক, নকলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসাহাক আলী প্রমুখ।


এ সময় বক্তারা পরিবারের সদস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সুস্থ থাকার জন্য প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়ার পরামর্শ দেন।


আরএক্স/