ভাসানচর যাচ্ছেন আরও ৭১৮ জন রোহিঙ্গা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভাসানচর যাচ্ছেন আরও ৭১৮ জন রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক আরও ৭১৮ জন রোহিঙ্গাকে বহনকারী ১৩ বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে বাসগুলো ছেড়ে যায়।

এর আগে সকাল থেকেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মাধ্যমে রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন।

১০ম দফায় এবার প্রায় ৮শ রোহিঙ্গা ভাসানচরে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দৌজা বলেন, এবার ৭১৮ রোহিঙ্গা ভাসানচরে উদ্দেশে চট্টগ্রাম রওনা করেছে। আরও কিছু রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য রাজি হয়েছেন। তাদের পাঠানোর প্রক্রিয়া চলছে। সোমবার দুপুরে ওই দ্বীপে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি (সিআইসি) জহিরুল ইসলাম বলেন, ভাসানচরের উদ্দেশে ৭১৮ রোহিঙ্গা উখিয়া থেকে যাত্রা করেছে। আরও কিছু রোহিঙ্গা আসার কথা রয়েছে।

এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, ক্যাম্পগুলো থেকে ৭১৮ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে বাসে যাত্রা করছেন।

গত বছরের ডিসেম্বর থেকে ৯ম দফায় ২০ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এছাড়া গত বছর মে  মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

জি আই/