জব্বারের বলী খেলায়ও বেশি লোক হয়: ড. হাছান মাহমুদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২

চট্টগ্রামে বিএনপি মহাসমাবেশের নাম দিয়ে ফ্লপ সমাবেশ করেছে। জব্বারের বলী খেলায়ও এর চেয়ে বেশি লোক হয় বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিএনপির আন্দোলনের কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আরও ভোট বাড়বে বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘চট্টগ্রামসহ সারাদেশে বিএনপি নৈরাজ্য সৃষ্টির ছক একেঁছে। রাজনৈতিক পরিস্থিতি পর্যালাচনা করে আগামী মাসে চট্টগ্রামের প্রতিটি উপজেলায়, মহানগরীর প্রতিটি থানায় গণমিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগ। এরপর চট্টগ্রামে জেলা সমাবেশ হবে।’
জেবি/ আরএইচ/