কুমিল্লায় ট্রেনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২
কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুরে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ছাত্র সামিউল্লাহ (১৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সামিউল্লাহ জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামের রহমত উল্লাহর ছেলে। সে স্থানীয় আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেন।
ওসি জসিম উদ্দিন বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে রেললাইনের ওপর থাকা ইন্টারনেট তারের সঙ্গে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে সামিউল্লাসহ ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরএক্স/