ডিএম-যমুনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-তারাইল বেড়িবাঁধ তারাইল নামক স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা যায়।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ডিএম পরিবহনের সঙ্গে চরভদ্রাসন থেকে ছেড়ে আসা ঢাকা মুখি যমুনা ডিলাক্স পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
ওই বাসের একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, অতিরিক্ত গতির কারণে এই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রসঙ্গত, পদ্মা সেতু চালু হবার পর থেকে সদরপুর ও চরভদ্রাসন থেকে ভাঙ্গার তারাইল বেড়িবাঁধ সড়ক হয়ে দূরপাল্লার বাস বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকায় যাতায়াত করে। ফরিদপুর তারাইল বেড়িবাঁধ সড়কটি সরু হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
এই বিষয়ে দুর্ঘটনার শিকার গণমাধ্যম কর্মী মাসুদ হাওলাদার বলেন, বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ডিএম পরিবহনের সঙ্গে চরভদ্রাসন থেকে ছেড়ে আসা যমুনা ডিলাক্স পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কেউ নিহত হয়নি তবে বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
আরএক্স/