কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামি কিশোরগ্যাং নেতা গ্রেপ্তার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩২ এএম, ১৮ই অক্টোবর ২০২২


কলেজ ছাত্র ইমন হত্যা মামলার আসামি কিশোরগ্যাং নেতা গ্রেপ্তার
ডংকু রাসেল

সিদ্ধিরগঞ্জে চাঞ্চলকর কলেজ ছাত্র ইমন (১৭) হত্যা মামলার অন্যমত আসামি কিশোরগ্যাং নেতা রাসেলুজ্জামান ওরফে ডংকু রাসেলকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 


রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সোনারগাঁয়ের কাচঁপুর কলাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ১৭ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার মো: রিজওয়ান সাঈদ জিকু।


গ্রেপ্তার রাসেল সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার মৃত আবুল বাসারের ছেলে। নিহত ইমন একই এলাকার শাহ আলমের ছেলে। র‌্যাব জানায়,আধিপত্য বিস্তারের জের ধরে রাসেল গ্রুপ নামক কিশোরগ্যাং নেতা ডংকু রাসেল ও  অন্য সদস্যরাসহ দেশীয় অস্ত্র নিয়ে গত ২৭ জুলাই কলেজ ছাত্র ইমনের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। 


এ ঘটনায় নিহতের বোন নাদিয়া আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই  এজাহারনামীয় অন্যতম আসামি রাসেল পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাসেলকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধিন।



আরএক্স/