দুর্নীতির কারণে দেশ দুর্ভিক্ষের দিকে যাচ্ছে: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই দেশের পরিস্থিতি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দ্বিতীয় ধাপের সংলাপে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
ফখরুল বলেন, চট্রগ্রাম-ময়মনসিংহে যে জনতার ঢল নেমেছে তা দেখে সরকার ভীত হয়ে গেছে। অত্যাচার নির্যাতন করে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, এত বেশি দুর্নীতি আর দুঃশাসন হয়েছে যে সরকারের আর কিছু নিয়ন্ত্রনে নেই।
চলমান রাজনৈতিক সংলাপের বিষয়ে ফখরুল জানান, সরকারের পদত্যাগ ও পতনের দাবি এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলন শুরু করবেন তারা।
জেবি/ আরএইচ/