শ্রীপুরে মোটরসাইকেলের সাথে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুক্তিযোদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেলের সাথে অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মিয়ার উদ্দিন (৭৫) নামে এক মুক্তিযোদ্ধা প্রাণ গেল। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর-রাজাবাড়ি সড়কের লোহাগাছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়। নিহতের স্বজনেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। নিহতের ভাতিজা শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজার থেকে শ্রীপুর-রাজাবাড়ি সড়ক ধরে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন চাচা মিয়ার উদ্দিন। সড়কের লোহাগাছ এলাকায় (জিনেজানা পুল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের ওপর পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে টঙ্গীতে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মালিহা বিনতে মোস্তফা বলেন, আহত ব্যক্তির মাথায় আঘাতের পরিমান খুবই বেশি থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত বা মৌলিকভাবে পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নেওয়া হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচআর/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাটিরাঙ্গায় বাস মোটরসাইকেল মূখোমূখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

ঐকমত্যে পৌঁছলে ৫ আগস্টে জুলাই ঘোষণাপত্র: উপদেষ্টা আসিফ

কুলাউড়ায় ওয়ার্ড কমিটিতে আওয়ামী দোসরদের অন্তর্ভুক্তির বিরুদ্ধে বিএনপির মানববন্ধন
