প্রধান প্রকৌশলীসহ ওয়াসার ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২২


প্রধান প্রকৌশলীসহ ওয়াসার ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলীসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্ব একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন।


আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান ও ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদ্বীপ বর্মণ। এছাড়া ওয়াসার সহকারী সচিব মৌসুমী খানকে তলব করা হয়েছিল আজ।


একই অভিযোগে বুধবার (১৯ অক্টোবর) ঢাকা ওয়াসার  উপ-ব্যবস্থাপনা পরিচালক সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকেও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেন তারা।

জেবি/ আরএইচ/