দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ৫ই সেপ্টেম্বর ২০২৫

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
পুলিশ সদর দফতরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে নয়টি বিশেষ প্রশিক্ষণ মডিউল। ইতোমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে তৈরি হবে আরও এক হাজার দুই শতাধিক ‘ট্রেইনার অব ট্রেইনার্স’। তারা মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন।
দেশের ১৩০টি ছোট এবং চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই কার্যক্রম চলবে। প্রশিক্ষণে ব্যবহার করা হবে প্রামাণ্যচিত্র, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট ও বুকলেট। পাশাপাশি বাস্তবমুখী মহড়ারও ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: পরিবর্তন এসেছে ৪৬ সংসদীয় আসনের সীমানায়
আগামী সপ্তাহের শেষ দিকে রাজারবাগ পুলিশ লাইনসে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হবে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আরএক্স/