সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২২

দলীয় নেতাকর্মীদের নামে নির্বিচারে হামলা, মামলা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে আজ রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে সমাবেশকে ঘিরে তিনটি ট্রাকের ওপর এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজ শেষের দিকে। নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠেয় এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম।
জেবি/ আরএইচ/