ধোপাডাঙ্গায় ব্যাপক অভিযোগ উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
বজরা হলদিয়ায় বেশ কিছু জমিতে ভাইরাস দেখা দিয়েছে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২২
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া মৌজায় অধিক অংশ কৃষকের রোপনকৃত ধান চাঁড়ায় ব্যাপক হাড়ে ভাইরাসে আক্রান্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বজরা হলদিয়া মৌজার ভাটিয়াপাড়া গ্রামের গিয়ে দেখা যায়, ফজলু মিস্ত্রির ১০০ শতাংশ ধান ক্ষেত, একই পাড়ার মাইদুল ইসলামের ৩০ শতাংশ, রফিকুল ইসলামের ৪০ শতাংশ, বজরা হলদিয়া মধ্যপাড়া গ্রামের রাঙ্গা মিয়ার ১৩ শতাংশ, হামেদ আলীর ১৩ শতাংশসহ আরো অনেক কৃষকের জমিতে পচন ভাইরাস ও লালচে ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ বিষয়ে বেশ কিছু কৃষকের সাথে কথা বলে জানা যায়, কৃষি কর্মকর্তারা ধান বা যে কোন ধরনের ফসল উৎপাদন করেন না, আমরা কৃষক উৎপাদন করে থাকি, আমাদের ফসল নষ্ট হলে কৃষি কর্মকর্তাদের কিছু আসে জায়না, তাই তারা মাঠে না এসে দায়সারা মতো দায়িত্ব পালন করে। ক্ষেতে সাংবাদিক দেখে আরো বেশ কিছু কৃষক অভিযোগ তুলে বলেন, বজরা হলদিয়া মৌজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কে আমরা আজ পর্যন্ত তাঁকে দেখিনি।
এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোশরেফ-উর রহমানের সাথে দৈনিক জনবানী, সংবাদ প্রতিদিন ২৪ ও শিক্ষা তথ্যের কথা হলে তিনি জানান, আগের মতো উপসহকারী কৃষি কর্মকর্তারা আর মাঠে গিয়ে বা বাড়িতে গিয়ে কৃষকের সাথে পরামর্শ করেনা, কৃষি বিষয়ে সকল প্রকার সেবা পেতে ইউনিয়ন কৃষি অফিসে এসে যোগাযোগ করতে হবে, তাহলেই কৃষক সঠিক সেবা পাবে বলে জানান তিনি।
এইচআর/