দর্শনা সীমান্তে পায়ের জুতার মধ্যে মিললো ১৩ টি স্বর্ণের বার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩২ এএম, ২১শে অক্টোবর ২০২২

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালান করার সময় ১৩ টি স্বর্ণের বার উদ্ধার করেছে (বাংলাদেশ বর্ডার গার্ড) বিজিবি।
২০ অক্টোবর বৃহস্পতিবার সোয়া ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের বুইচিতলা রাস্তার উপর থেকে এগুলো উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চোরাচালান পাচার হবে। এসময় ফুলবাড়ী বিজিবি বিওপির নায়েব সুবেদার মোঃ দুলাল হক টহল দলের সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮৪/১১৩-টি হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে রাস্তা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবি সশস্ত্র টহলদল তাকে চ্যালেঞ্জ করলে সে তার মোটর সাইকেল ও পায়ের জুতা ফেলে দৌড়ে বুইচিতলা গ্রামের মধ্য দিয়ে পালিয়ে যায়। ফেলা রাখা জুতার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় কালো কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ০৪টি প্যাকেট হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ০১ কেজি ৫ শ১৫.৮৫ গ্রাম এর আনুমানিক মূল্য ১, কোটি ৮ লক্ষ ৮ হাজার ৪ শত টাকা। স্থানীয় জনগনের মাধ্যমে জানা যায় পলাতক মোটর সাইকেল আরোহীর দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ মিকাইল হোসেন (৩০)। এ বিষয়ে দর্শনা থানায় মামলা করত আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এইচআর/