বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৯ এএম, ২২শে অক্টোবর ২০২২


বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: জনবাণী

গাজীপুরের শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (২১ অক্টোবর) রাত ৩টায় শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) গ্রামের বর্ণমালা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মো. শাহজাহান এর ছেলে।


শ্রীপুর থানার এসআই মো. মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) গ্রামের বর্ণমালা মোড়ের থেকে এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৬৫ বোতল মদসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত ওয়ার্কশপের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।


কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমির হোসেন জানান, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আরএক্স/