আমাদের যুদ্ধটা পুলিশের বিরুদ্ধে না: গয়েশ্বর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ এএম, ২৩শে অক্টোবর ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে অন্যায় আদেশ না পালনেরও আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার (২২ অক্টোবর) বিকেলে খুলনার ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে বিএনপির গণসমাবেশে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের যুদ্ধটা পুলিশের বিরুদ্ধে না। পুলিশ বাহিনীকে বুঝতে হবে তারা জনগণের টাকায় চলে তাদের সেবা করার জন্যে। পুলিশ বাহিনী প্রধানমন্ত্রীর বাসার চাকর-বাকর না; যে যা বলবে তাই শুনতে হবে। ভয় পাবেন না, সরকারের কোনো অন্যায় আদেশ পালন করবেন না।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। তাই আগামী জাতীয় নির্বাচন ঘিরে শেখ হাসিনার সরকার নতুন পাঁয়তারা শুরু করেছে।
জেবি/ আরএইচ/