লঞ্চ দুর্ঘটনা: চালকসহ গ্রেফতার ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩০ এএম, ২৪শে অক্টোবর ২০২২

শরীয়তপুরের গোসাইরহাটের সেতুতে লঞ্চের ধাক্কা লেগে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় লঞ্চের চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোসাইরহাট থানা পরিদর্শক মো. ওবায়েদুল হক বলেন, স্বর্ণদ্বীপ প্লাস নামের লঞ্চটি ভোর ৫টার দিকে সাইকা ব্রিজের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো একজন। এ ঘটনায় লঞ্চের চালকসহ দুইজন কে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজন ভর্তিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
জেবি/ আরএইচ/