২ বছর আগে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


২ বছর আগে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার
ছবি: জনবাণী

দুই বছর আগের নিখোঁজ হওয়া লাশ উদ্ধার। এ তথ‍্য নিশ্চিত করেছে বাসন থানা পুলিশ। আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বাসন থানা কর্তৃক গ্রেফতারকৃত ৯টি মাদক মামলার আসামি মোঃ আলম এবং আরো ৩ জন মাদক ব্যাবসায়ী। 


বিজ্ঞ আদালতের ২য় দফার রিমান্ড জিজ্ঞাসাবাদে মোঃ আলম জানায়,গত ৩০/১২/২০২০ তারিখ আনুমানিক রাত আট ঘটিকার দিকে বাসন থানাধীন নান্দন কড্ডা এর মোল্লাবাড়ির জনৈক হালিমের বাড়ির ভাড়া করা রুমে মাদক ব্যবসার  টাকা ভাগাভাগি ও পূর্বের একটা হত্যা মামলা নিয়ে হাতাহাতি ও কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী আলম সহ ৪/৫ জন লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করে মিনারুল (৪১) কে হত্যা করে এবং মাটি চাপা দেয়। মিনারুলের বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জ থানায়।  


জনাব রেজওয়ান আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার,অপরাধ (উত্তর) বিভাগ এর নেতৃত্বে এসআই দীপঙ্কর সহ একটি চৌকস টিম  আসামি আলমের দেওয়া তথ্য মতে মিনারুলের দেহাবশেষ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেন।


আরএক্স/