পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে
সামরিক বাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল নূরুল আনোয়ারকে।
গতকার মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নূরুল আনোয়ার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত ৬ অক্টোবর সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরীকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পাসপোর্ট মহাপরিচালকের পদটি শূন্য ছিল। তবে দপ্তর প্রধানের অনুপস্থিতি অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর অবসান ঘটল।
জেবি/ আরএইচ/