ধর্মযাজকরাও নীল ছবি দেখেন: পোপ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২


ধর্মযাজকরাও নীল ছবি দেখেন: পোপ
ছবি: আল জাজিরা

নান ও ধর্মযাজকদের বিরুদ্ধে অভিযোগ তুলে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, নান-ধর্মযাজক নীল ছবি (পর্নোগ্রাফি) দেখেন। একই সঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে তাদের সতর্কও করেন পোপ। তিনি বলেন, এটি পুরোহিত হৃদয়কে দুর্বল করে ফেলে।


আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকে পুরোহিত ও সেমিনারিয়ানদের করা বেশ কিছু প্রশ্নের উত্তর দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নান ও ধর্মযাজকদের বিরুদ্ধে নীল ছবি দেখার অভিযোগ করেন।


এ বৈঠকে তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটির সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা সম্পর্কে আলোচনা করেন।


সেমিনারিয়ানরা পোপকে খ্রিস্টান হওয়ার আনন্দ ভাগ করে নিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া সর্বোত্তম ব্যবহার সম্পর্কে জানতে চান। এ সময় পোপ নীল ছবির দেখার মাধ্যমে দৈহিক ঝুঁকি ও মনকে বিভ্রান্ত করে এমন কোনো সংবাদ দেখা বা গান শোনা থেকে বিরত থাকতে বলেন।


পোপ বলেন, ডিজিটাল পর্নোগ্রাফি সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে। এ ব্যাপারে লোভও আছে। এটি এমন একটি পাপ যা অনেক লোকের আছে। সাধারণ মানুষ, নারী-পুরুষ এমনকি পুরোহিত ও সন্ন্যাসীরাও পর্নোগ্রাফি দেখেন।


সূত্র: আল জাজিরা