মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলের বউসহ ছেলে গ্রেফতার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১১:৪৬ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
মায়ের ভরণপোষণ না দেওয়ায় ঝিনাইদহে সরকারি চাকরিজীবী ছেলে ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমা (৩০)।
ভুক্তভোগী জহুরা খাতুন জানান, তার শরীর খুব খারাপ। হার্টে ব্লক। ছেলেকে বলার পরও ডাক্তারের কাছে নিয়ে যায় না। ছেলে ও পুত্রবধূ তাকে ঠিকমতো খেতে দেয় না। কিছু বললে তারা তাকে মারে।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরা খাতুনের দুই ছেলের মধ্যে সাইফুল্লাহ বড় এবং সরকারি চাকরি করেন। ছোট ছেলে শহরের মুদি দোকানে কাজ করেন। তারা সবাই একই বাড়িতে বসবাস করেন।
সদর থানা পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ঝিনাইদহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনের ভরণপোষণ দেন না দীর্ঘদিন। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দেন। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরও বলেন, পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হলে রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করা হয়।
জেবি/ আরএইচ/