বড় প্রকল্পগুলো রাস্তা দখল করে রেখেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৭ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২


বড় প্রকল্পগুলো রাস্তা দখল করে রেখেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বড় বড় প্রকল্পগুলো অনেক রাস্তা দখল করে রেখেছে। যে কারণে যানজট বাড়ে। এদিকে রাজনৈতিক কর্মসূচিও এ ক্ষেত্রে বড় একটি কারণ বলে জানান মন্ত্রী।


আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টাস্কফোর্সের সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে। এছাড়া রাজধানীতে যে পরিমাণ সড়ক দরকার, তার চেয়ে কম আছে।


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সড়কে চাঁদাবাজি বন্ধের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। টার্মিনাল ছাড়া টোল আদায় করা যাবে না। স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেবে। সেখানে কোন কোন স্থান থেকে কী পরিমাণ টোল আদালত করা যাবে তা উল্লেখ থাকবে।

জেবি/ আরএইচ/